ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ন্যাটোর মহড়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত, চার আরোহী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৯ মার্চ ২০২২

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছবি, নেভি টাইমস

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছবি, নেভি টাইমস

নরওয়ের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি প্রশিক্ষণে বিমানটি ব্যবহার করা হয়েছিল। এতে বিমানে থাকা চারজন আরোহীই নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার নরওয়ে পুলিশ ও দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের (জেআরসিসি) এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

জেআরসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভি-২২ অসপ্রে মডেলের ওই বিমান ন্যাটোর মহড়া চলাকালীন নিখোঁজ হয়।

একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ের সামরিক বাহিনীর একটি বিমান তল্লাশি অভিযান চালিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

নর্ডল্যান্ড পুলিশ প্রধানের এক কর্মী জানান, আমরা বিধ্বস্ত হওয়া বিমানের তথ্য পেয়েছি। ধ্বংস হওয়া ওই বিমানে কোনো প্রাণের চিহ্ন দেখিনি। বিমানটিতে চারজন মার্কিনি ছিলেন।

এদিকে বিরূপ আবহাওয়ার কারণে আকাশপথে দুর্ঘটনাস্থলে নামতে পারেনি উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা স্থলপথে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার অভিযান কখন শেষ হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে নরওয়েতে দুইদিন আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মহড়া শুরু করে। এর মধ্যে তুষারপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মার্কিন ওই বিমান বিধ্বস্তের হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি