ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

প্যাকেট ছিঁড়ে বেরিয়ে এল তরুণীর হাত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১৯ মার্চ ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্লাস্টিকের প্যাকেটবন্দি অবস্থায় উদ্ধার হল এক তরুণীর দেহ। শনিবার এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ইসলামপুরের ৯ নম্বর ওয়ার্ডের সোনাখোদা এলাকায় একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বড় প্যাকেট দেখে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় তাদের। 

স্থানীয়রা দেখতে পান, ওই প্লাস্টিকের প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি হাত। এরপরেই তারা খবর দেন পুলিশে। ইসলামপুর জেলা পুলিশ এসে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ওই তরুণীর শরীরে স্কুলের পোশাক রয়েছে। মনে করা হচ্ছে, ওই পোশাকটি শিলিগুড়ির কোনো স্কুলের। 

স্থানীয়দের ধারণা, ওই তরুণী একজন স্কুল ছাত্রী এবং তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। এরপর ওই তরুণীর মৃতদেহ প্যাকেটবন্দি করে ওই এলাকায় ফেলে দেয়া হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের অনুমান। 

তবে ঘটনার নেপথ্য জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ। সূত্র- আনন্দবাজার অনলাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি