ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়া উপকূলে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২০ মার্চ ২০২২

ইন্দোনেশিয়া উপকূলে অভিবাসী বহন করা একটি নৌযান ডুবে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নিখোঁজ রয়েছেন। রোববার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে একটি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়ার সময় ডুবে যায় কাঠের তৈরি ওই নৌযানটি, এসময় এতে ৮৯ জন আরোহী ছিলেন।

নৌযানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়ার পরপরই এতে ফাটল দেখা যায় এবং সামুদ্রিক ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

এ দুর্ঘটনার পর এক পুরুষ ও এক নারীর মৃতদেহ এবং আরো ৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা লোকদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

রোববার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান অ্যাদি পান্দাওয়া এএফপি’কে বলেন, ‘আমরা নিখোঁজ ২৬ জনকে খুঁজে পেতে আমাদের কর্মীদের কাজে লাগিয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের প্রচেষ্টা ফলপ্রসু হয়নি।’

ক্ষতিগ্রস্ত নৌযানটি পার্শ্ববর্তী বন্দরে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, যাত্রীরা সবাই ইন্দোনেশিয়ার এবং তারা যথাযথ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি