ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বেলজিয়ামে প্যারেড গ্রাউন্ডে উঠে গেল গাড়ি, ৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২১ মার্চ ২০২২ | আপডেট: ১১:০৫, ২১ মার্চ ২০২২

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলে কার্নিভালের ভিড়ে একটি গাড়ি চাপা দিলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্য অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 

রোববার সকালে একটি ঐতিহ্যবাহী কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হওয়া ১৫০ থেকে ২০০ লোকের সমাগমে মধ্যে একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে।

ঘটনাটি ঘটেছে রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে ছোট শহর স্ট্রেপি-ব্র্যাকগনিজে।

শহরের মেয়র জ্যাক গোবার্ট বলেন, "প্রায় ১৫০-২০০ জন লোক ছিল যারা প্যারেডটি অনুসরণ করছিল এবং এমন সময় পেছন থেকে এসে গাড়িটি ভিড়ের মধ্যে চলে যায়। এটি একটি জাতীয় বিপর্যয় হিসাবে বিবেচিত হওয়া উচিত।"

সেই দেশের পুলিশ বলেছে যে,  দুর্ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। তবে এখানে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। 

পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ইয়ানোকো বলেন, “এটি একটি দুর্ঘটনা, একটি দুঃখজনক। গাড়িটি দলটিকে ধাক্কা দেয় এবং চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ দ্রুত তা থামিয়ে দেয়। চালক এবং গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিদের আটক করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি।”

এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন। তিনি নিহত ও আহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

সূত্রঃ বিবিসি

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি