ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সংঘাতের মধ্যেই ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড সফরে বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২১ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ড সফরে যাচ্ছেন। হোয়াট হাউজের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক শেষে পোল্যান্ড যাবেন বাইডেন। জানা গেছে, বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশায় বৈঠক করবেন। এসময় তারা ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন।

হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট, মিত্র ও অংশীদাররা কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়।

এছাড়া সোমবার (২১ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলসৎ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাইডেনের ফোনে কথা বলার দিন ধার্য হয়েছে বলে জানা যায়।

এরপর ২৩ মার্চ তিনি ব্রাসেলসে যাবেন বাইডেন। সেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি জি-৭ এর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এদিকে জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৩৪ লাখ লোক ইউক্রেন ছেড়েছে। এদের মধ্যে ২০ লাখেরও বেশি প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এছাড়া রোমানিয়া ও মলদোভায় আশ্রয় নিয়েছে যথাক্রমে ৫ লাখ ৩০ হাজার ও ৩ লাখ ৬২ হাজার শরণার্থী। এদিকে, প্রায় ৬৫ লাখ ইউক্রেনীয় নিজ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

সূত্রঃ  রয়র্টাস

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি