ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইসরায়েলের পার্লামেন্টে কী বললেন জেলেনস্কি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২১ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরায়েলের পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে একটি ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। এই ভাষণে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সহায়তার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

ইসরায়েলের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে জানিয়েছে জেলেনস্কি ভাষণে বলেন, “সবাই জানে যে আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোত্তম এবং আপনি অবশ্যই আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে পারেন, ইউক্রেনীয় ইহুদিদের।”

জেলেনস্কির জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন যে, ইসরায়েল ইউক্রেনে একটি ফিল্ড হাসপাতাল এবং অন্যান্য মানবিক সহায়তা পাঠিয়েছে। ‘আমরা যতটা পারি’ ইউক্রেনের জনগণকে সহায়তা করতে থাকবো।

ভাষণ চলাকালীন সময়ে ইসরায়েরের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, ‘আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়’। 

তিনি আরো বলেন, ‘আমরা আপোষের জন্য প্রস্তুত ছিলাম, এখনও আছি’।

জেলেনস্কি মতে এই আগ্রাসন কোনও সামরিক অভিযান নয়। তিনি বলেন, ‘এটা পূর্ণ মাত্রার যুদ্ধ যার লক্ষ্য আমাদের জনগণ ধ্বংস করা, আমাদের শিশু, পরিবার, রাষ্ট্র, শহর, সভ্যতা এবং আর যা কিছু তাদের ইউক্রেনীয় করেছে তার সবকিছুই ধ্বংস করা’।

সূত্রঃ রয়র্টাস

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি