ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২২ মার্চ ২০২২ | আপডেট: ১৫:২৮, ২২ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারতের ভূমিকা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, ওয়াশিংটনের বন্ধু ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত হলো ব্যতিক্রম।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে ভারত শেকি বা নড়বড়ে বা কম্পমান বলেও মন্তব্য করেছেন বাইডেন।

বাইডেন ন্যাটো, ইউরোপ ও এশিয়ার সহযোগী দেশগুলির প্রশংসা করে বলেছেন, তারা পুতিনের বিরোধিতায় পুরোপুরি ঐক্যবদ্ধ। তারা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় সামিল হয়েছে।

কিন্তু ভারত সেই পথে যায়নি। কোয়াড গোষ্ঠীতে চারটি দেশ আছে। অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনছে বলে অভিযোগ করেছেন বাইডেন। 

এই পরিস্থিতিতে মার্কিন বিসনেস লিডারদের বৈঠকে বাইডেন বলেছেন, ''কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম এবং তারা শেকি।''

কিছুদিন আগেই ভারতের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজের প্রয়োজনের ৮৫ শতাংশ অশোধিত তেল আমদানি করে। তার মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র এক শতাংশ। এখন বিশ্বে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের চ্যালেঞ্জও বেড়ে গেছে। ফলে ভারত বিকল্পের খোঁজ করছে।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি