ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

যুদ্ধ ইউক্রেনে, উদ্বেগ বাড়ছে জার্মানদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২৩ মার্চ ২০২২

ইউরোপে আবার ফিরেছে যুদ্ধ, তাই ভবিষ্যৎ নিয়ে অনেকের শঙ্কা ক্রমশ বাড়ছে৷ ইতোমধ্যে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি শুরু করেছে জার্মানি৷

জার্মানিতে অনেকের মধ্যে সংকটের আশঙ্কা ক্রমশ বাড়ছে৷ সুপারমার্কেটে তেল, পাস্তা আর ময়দার মতো ভোজ্যপণ্যের তাকগুলো ইতোমধ্যে খালি হয়ে গেছে৷

পরিস্থিতি অনেকটা করোনা সংক্রমণের শুরুর দিকের মতো৷ তখন টয়লেট পেপারের সংকট সৃষ্টি হয়েছিল, এখন সূর্যমুখী তেলের৷

জার্মানিতে তেলের বীজ প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওভিড জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বা মাসে সংঘাতময় অঞ্চল থেকে সূর্যমুখী, শণ এবং সয়া আসতে বিঘ্ন ঘটতে পারে৷ জার্মানি এসবের চাহিদার ৯৪ শতাংশই আমদানি করে৷

গত ২৮ ফেব্রুয়ারি এক জরিপে অংশ নেয়া এক হাজার জার্মানের মধ্যে ৬৯ শতাংশই মনে করেন, ন্যাটো এবং তার ফলশ্রুতিতে জার্মানির সামরিক বাহিনীকে ইউক্রেন যুদ্ধে জড়ানো হতে পারে৷

আরেক জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ মানুষই ধারণা করছেন যে, যুদ্ধের প্রভাব জার্মানির উপরেও পড়বে৷ জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ মানুষ মনে করেন, ইউরোপের কেন্দ্রের দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে৷

সম্ভাব্য যুদ্ধ এবং পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে নানা রকম প্রস্তুতিও শুরু করেছেন জার্মানরা৷ ইন্টারনেটে অনেকেই তাদের জরুরি পরিস্থিতির জন্য গোছানো ব্যাগের ছবি প্রকাশ করেছেন৷

কেউ কেউ তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে আয়োডিন ট্যাবলেট কিনছেন, কেউ বা জরুরি অবস্থার জন্য পাওয়ার জেনারেটর কিনে রাখছেন৷ অনেকে জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে কী কী করতে হবে তা নিয়ে ইউটিউবে ভিডিও প্রকাশ করছেন৷

অনেকেই স্টিলের এমন বিশেষ রুমের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন যেখানে জরুরি পরিস্থিতিতে থাকা যায়

এদিকে, এই শঙ্কাও রয়েছে যে, ক্রেমলিন সাইবার হামলা চালিয়ে জার্মানির জ্বালানি এবং পানি সরবরাহ ব্যবস্থা ধসিয়ে দিতে পারে৷ খোদ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারও এমন আশঙ্কা করেছেন৷ তবে এই ধরনের পরিস্থিতি এড়ানোর উদ্যোগও নেয়া হচ্ছে৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি