ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতে কাঠের গুদামে আগুন, নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৩ মার্চ ২০২২

ভারতের হায়দরাবাদে একটি কাঠের গুদামে ভয়াবহ আগুনে মারা গেছেন ১১ জন। 

দেশটির পুলিশ জানায়, বুধবার (২৩ মার্চ) ভোরে হায়দরাবাদের সেকান্দরাবাদে এ ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়লে গুদামটিতে আটকা পড়েন বিহার থেকে কাজ করতে আসা ১২ শ্রমিক।

ভবনটির দোতলা থেকে লাফ দিয়ে এক শ্রমিক আগুন থেকে রক্ষা পেলেও ১১ শ্রমিক প্রাণ হারান।

গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হায়দরাবাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি