ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হিলারি ক্লিনটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি জানিয়েছেন, তিনি ভালো আছেন।

হিলারি ক্লিনটন আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।  তিনি কোয়ারেন্টাইনে আছেন।

হিলারি বলেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ভ্যাকসিন থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ।

তার আগে এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। যে কারণে ন্যাটো সম্মেলনে অংশ নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসঙ্গী থেকে তাকে বিরত থাকতে হয়।

গত ১৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। 

২০১৬ সালে ডেমোক্র্যাট থেকে মনোনয়ন নিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন হিলারি ক্লিনটন। সে বার তাকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি