ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধ চান না, তাই পদত্যাগ করে দেশ ছাড়লেন পুতিনের সহযোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক প্রবীণ সহযোগী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, এরপর তিনি দেশ ছেড়েছেন। ইউক্রেনে একমাস আগে রুশ আক্রমণ শুরুর পর এই প্রথম কোনও সিনিয়র কর্মকর্তা ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন।

ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আনাতোলি চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

১৯৯০ দশকে বরিস ইয়েলতসিনের অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ রূপকারদের একজন ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট হওয়ার আগে পুতিন যখন ক্রেমলিনে দায়িত্ব পালন করেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি।

পুতিন ক্ষমতায় আসলে তার অধীনে তিনি রাষ্ট্রীয় বড় বড় বাণিজ্যিক বিষয় পরিচালনা করেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এসময় তিনি রাশিয়ার ন্যানোটেকনোলজি কোম্পানি রুশন্যানোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ক্রেমলিনের আন্তর্জাতিক সংস্থায় বিশেষ দূত হিসেবে নিয়োগ পান।

ইউক্রেনে সংঘাতের কারণেই চুবাইস পদত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুবাইস রাশিয়া ছেড়েছেন এবং দেশটিতে তার ফেরার কোনও ইচ্ছা নাই।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি