ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত এক মাসে দেশটিতে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাটো।  

বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউক্রেনে রুশ বাহিনীর প্রাণহানির এ হিসাব দিয়েছেন। ন্যাটোর শীর্ষ কর্মকর্তা আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার ৩০ থেকে ৪০ হাজার সেনা নিহত অথবা আহত হয়েছেন বলেই তাদের ধারণা।

রাশিয়া ২ মার্চ প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানায়, ইউক্রেনে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন। এরপর সেনা নিহতের আর কোনো হিসাব দেয়নি রাশিয়া।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি