ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে হাসপাতালে গোলাগুলিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০৩, ১ জুলাই ২০১৭

নিউইয়র্কের ব্রংক্স লেবানন হাসপাতালে গোলাগুলিতে নিহত হয়েছে এক জন । পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস খবরটি প্রকাশ করেছে। বলা হচ্ছে, তিনজন ডাক্তারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি রাইফেল নিয়ে ডাক্তারের পোষাকধারী এক ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে আচমকা গুলি শুরু করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয় বলে জানা গেছে। বন্দুকধারীকে হাসপাতালের কর্মচারী বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। এদিকে এলাকাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি