ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কিয়েভে বাড়ল কারফিউয়ের মেয়াদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৬ মার্চ ২০২২

রাজধানী কিয়েভের একটি চিত্র

রাজধানী কিয়েভের একটি চিত্র

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও জারি করা হয়েছে কারফিউ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে এই কারফিউ জারি করেছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা এ কারফিউ বহাল থাকবে। রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা আরও জোরদার করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ভিটালি ক্লিটসকো বলেন, কারফিউ চলাকালে রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে নাশকতা ও নজরদারি গ্রুপের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তাই দয়া করে পরিস্থিতি বুঝে আচরণ করুন এবং বাইরে যাবেন না।

এর আগে গত ২১ মার্চকিয়েভে কারফিউ জারির ঘোষণা দেন শহরটির মেয়র। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি