ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অলিগার্চের ২টি বিমান জব্দ করল যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২৬ মার্চ ২০২২

ইউক্রেনে আগ্রাসন চালানোর জেরে এবার নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠান অলিগার্চের মালিকানাধীন দুটি ব্যক্তিগত বিমান জব্দ করেছে ব্রিটিশ সরকার। শনিবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে বিবিসি।

রাশিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য তেলজাত ধনকুবের ইউজিন শভিডলারের বিমান দুটি ফার্নবরো এবং বিগিন হিল বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে তদন্তাধীন ছিল।

যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, ইউক্রেনে নির্দোষ মানুষ মারা যাওয়ার সময় "পুতিনের বন্ধুদের" "বিলাসিতা উপভোগ করা" উচিত নয়।

চেলসি এফসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণেই শভিডলারকে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সরকার বলছে, শভিডলারের ব্যবসার মোট পরিমাণ আনুমানিক ১.২ বিলিয়ন পাউণ্ড। যেখানে তার জব্দ করা বিমান দুটির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৫১৩৬ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত বলে মনে করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি