ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্লাভ্যুটিচে প্রবেশ করল রুশ বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৬ মার্চ ২০২২ | আপডেট: ২০:৩৬, ২৬ মার্চ ২০২২

স্লাভ্যুটিচে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা

স্লাভ্যুটিচে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা

ইউক্রেনের অধুনালুপ্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা যেখানে বসবাস করেন, এবার সেই স্লাভ্যুটিচ শহরেই প্রবেশ করল রুশ বাহিনী। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, রাশিয়ান বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং মেয়রকে জিম্মি করা হয়েছে।

তাদের এই কর্মকাণ্ড হাজার হাজার বিক্ষুব্ধ প্রতিবাদকারীকে রাস্তায় নিয়ে আসে, যারা ইউক্রেনের পতাকা নেড়ে এবং দেশাত্মবোধক স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষোভে অংশ নেয়া একজন স্লাভ্যুটিচ বাসিন্দা বলেছেন, "হানাদাররা" এখন শহরের প্রবেশপথে ফিরে গেছে এবং ইউক্রেনের পতাকা এখনও স্থানীয় প্রশাসন ভবনের উপরে উড়ছে।

বাসিন্দারা বলেন, শহরের মেয়র তার অপহরণের খবরের পর সমাবেশে বক্তৃতাও দিয়েছিলেন, সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেছিলেন যে, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে।

স্লাভ্যুটিচ শহরটি ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের পরে নির্মিত হয়েছিল। যখন একটি চুল্লি বিস্ফোরিত হয়েছিল এবং যা থেকে পরিবেশে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়।

চলতি ইউক্রেন যুদ্ধের প্রথম দিন থেকেই বিদ্যুৎ কেন্দ্রের জায়গাটি রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

এটি জব্দ করার পর প্রায় ৩০০ কর্মী সেখানে আটকা পড়েছিল। যদিও তাদের কিছু সংখ্যক সেখান থেকে চলে যেতে সক্ষম হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি