ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৭ মার্চ ২০২২

রুশ প্রেসিডেন্ট পুতিনকে 'একনায়ক' ও 'কসাই' উল্লেখ করে বাইডেন বলেছেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। 

পোল্যান্ডের প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে বক্তব্য দেওয়ার সময় পুতিনকে 'একনায়ক' ও 'কসাই' বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।

এ সময় তিনি বলেন, 'ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।'

এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মুক্তির পথ ধরে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবো আমরা।"

এর আগে একই দিন পোল্যান্ডে পুতিনকে কসাই বলায় কড়া প্রতিক্রিয়া জানায় মস্কো।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাক্ষৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, রাশিয়ার শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করবে না যুক্তরাষ্ট্র।

তারপর একই দিন বাইডেন বললেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি