ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে মাসব্যাপী যুদ্ধের জন্য ভ্লাদিমির পুতিনের নিন্দা করেছেন। এই রুশ নেতাকে ‘একজন কসাই’ হিসেবে উল্লেখ করে বাইডেন বলেছেন, “তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।”

শনিবার ন্যাটো এবং ইইউ মিত্রদের সঙ্গে আলোচনা এবং পোল্যান্ডে ইউক্রেনীয় মন্ত্রীদের সাথে দেখা করার পর ওয়ারশ’র রয়্যাল ক্যাসেল থেকে এক আবেগপূর্ণ বক্তৃতায় একথা বলেন বাইডেন।

রাশিয়াকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছেন, “ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।”

বাইডেনের নজিরবিহীন এই বক্তব্যের পরপরই হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে বলেছে, মার্কিন নেতা রাশিয়ায় ‘শাসন পরিবর্তন’ চাইছেন না। তবে এই অঞ্চলে প্রতিবেশীদের উপর পুতিনের প্রভাবের ব্যাপারে ক্রেমলিন যে তার অসন্তোষ স্পষ্ট করেছে তাই তুলে ধরা হয়েছে।

একজন কর্মকর্তা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘সুযোগের জানালাকে সংকুচিত করে।’

পুতিনের ব্যাপারে বাইডেনের কঠোর বক্তব্যকে সাধারণ রাশিয়ানদের কাছে আবেদনের একটি সূক্ষ্ম প্রয়াসের সাথে যুক্ত করে ওই কর্মকর্তা বলেছেন, সাধারণ রাশিয়ানরা ‘আমাদের শত্রু নয়’। পশ্চিমাদের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার জন্য তাদের প্রেসিডেন্টকে দায়ী করার আহবান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রায় চার মিলিয়ন লোক যখন দেশ থেকে বিতাড়িত এ সময়ে তাদের আশ্বস্ত করে বাইডেন বলেন, “আমরা আপনাদের পাশে আছি।”

রাশিয়ার ইঙ্গিত নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেছেন, পূর্ব ইউরোপে মনোনিবেশ করার জন্য তারা যুদ্ধের গতি হ্রাস করতে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি