ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিধ্বস্ত চীনা বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২৭ মার্চ ২০২২

উদ্ধার তৎপরতা

উদ্ধার তৎপরতা

Ekushey Television Ltd.

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দ্বিতীয় ব্ল্যাকবক্সটিও উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়ে বলেছে, চায়না ইস্টার্ন ফ্লাইট এমইউ-৫৭৩৫ থেকে দ্বিতীয় ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে।

বোয়িং-৭৩৭ বিমানটি কুনমিং ও গুয়াংঝু শহরের মধ্যে যাতায়াত করত। গত ২১ মার্চ বিমানটি ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী বনাঞ্চলে বিধ্বস্ত হয়। যে দুর্ঘটনায় আরোহীদের একজনকেও জীবিত পাওয়া যায়নি বলেই জানায় চীনা সংবাদমাধ্যম ও দেশটির কর্তৃপক্ষ।

এর আগে দেশটির গণমাধ্যম জানায়, দুর্ঘটনাস্থলে বেঁচে থাকার কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ মৃত যাত্রী এবং ক্রুদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। সূত্র- রয়টার্স, বিবিসি, সিনহুয়া।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি