ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৭ মার্চ ২০২২ | আপডেট: ১৯:০১, ২৭ মার্চ ২০২২

ভারতীয় সেনাবাহিনী মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণ করেছে।

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার বালেশ্বর থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) টুইট করে ক্ষেপণাস্ত্রের সফল উৎ‌ক্ষেপণের কথা জানিয়েছে। টুইটে ডিআরডিও লিখেছে, ‘ভূমি থেকে আকাশ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত করেছে সেই ক্ষেপণাস্ত্র।’

ডিআরডিও এবং ইসরাইলের যৌথ উদ্যোগে ভারতীয় সেনার জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এক সঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সর্বাধিক ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।

গত বুধবারই ভূমি থেকে ভূমি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা করা হয়েছিল আন্দামান ও নিকোবরে। এ ছাড়াও ফেব্রুয়ারির গোড়াতেই দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নৌসেনা। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি