ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিয়েভ থেকে সেনা প্রত্যাহারে রাশিয়া বাধ্য হয়েছে: ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ২৮ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৩৬, ২৮ মার্চ ২০২২

ধ্বংস হওয়া দুটি রাশিয়ান যুদ্ধযান

ধ্বংস হওয়া দুটি রাশিয়ান যুদ্ধযান

Ekushey Television Ltd.

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সেরহি শাপতলা বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সোমবার সকালে এ কথা জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে চলমান যুদ্ধের একটি হালনাগাদ তথ্যে সেরহি শাপতলা বলেন, রাশিয়ান সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে প্রত্যাহার করা হয়েছিল। বলা যায় যে, এই ধরণের সেনা ইউনিটগুলো বেশ "উল্লেখযোগ্য ক্ষতি" ভোগ করেছে।

এছাড়াও, রাশিয়া থেকে ইউক্রেনে আসা সেনা ইউনিটগুলোর "তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস" পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে অতি সম্প্রতি দেয়া এই তথ্যে।

যদিও অপর একটি সাম্প্রতিক মূল্যায়নে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, রাশিয়া কার্যকরভাবে কৃষ্ণ সাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে।

এর আগে গত সপ্তাহেই রাশিয়া বলেছিল যে, তারা পূর্বে তাদের আক্রমণ পুনঃরায় ফোকাস করার পরিকল্পনা করেছে। আর তারপর থেকেই ইউক্রেনের বড় শহরগুলোতে হামলার খবর অব্যাহত রয়েছে। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি