ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চেরনোবিল ছাড়ল রুশ বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৮ মার্চ ২০২২

রাশিয়ান ট্যাঙ্কার দখল করা ইউক্রেনীয় সেনা

রাশিয়ান ট্যাঙ্কার দখল করা ইউক্রেনীয় সেনা

Ekushey Television Ltd.

বাসিন্দাদের বিক্ষুব্ধ প্রতিবাদের পর রাশিয়ান বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র চেরনোবিলের ঠিক বাইরে দখল করা স্লাভ্যুটিচ শহর ছেড়ে গেছে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, স্লাভ্যুটিচের মেয়র ইউরি ফোমিচেভ সোমবার একটি অনলাইন ভিডিও পোস্টে বলেছেন যে, রুশ সৈন্যরা "যে কাজটি করতে চেয়েছিল" তা শেষ করেছে এবং স্লাভাচ শহর ছেড়ে গেছে।

এর আগে শনিবার (২৬ মার্চ) স্লাভ্যুটিচের নিয়ন্ত্রণ নেয় রাশিয়ান বাহিনী এবং মেয়র ইউরি ফোমিচেভকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকেও রাখে।

কিন্তু তাদের দখলের প্রতিবাদে শত শত স্থানীয় ইউক্রেনীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকলে রুশ সৈন্যরা শহরটি ছেড়ে চলে যায়।

স্লাভ্যুটিচ মূলত এখন সেইসব শ্রমিকদের বসবাসের স্থান, যারা বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ১৯৮৬ সালে পারমাণবিক বিপর্যস্ত হয়। তারপর থেকেই এই শ্রমিকরা স্থাপনাটির রক্ষণাবেক্ষণ করে আসছেন। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি