ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে নতুন বৈঠকে সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিচ্ছে ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, তার দেশের “সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা” তার প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, “আমরা আর বিলম্ব না করে শান্তি চাচ্ছি”। জেলেন্সকি রোববারের (২৭ মার্চ) শেষার্ধে একটি ভিডিও বার্তায় বলেন “তুরস্কে মুখোমুখি বৈঠকের একটি সুযোগ ও প্রয়োজন রয়েছে। এটা খারাপ না। দেখা যাক ফলাফল কী হয়”।

এর আগে রোববার রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলেন্সকি বলেন, ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের জন্য প্রস্তুত আছে। তবে তা যদি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চয়তা দেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে হয়।

রয়টার্স জেলেন্সকির একজন সহযোগীকে উদ্ধৃত করে বলেছে যে, তুরস্ক এমন দেশগুলোর মধ্যে একটি, যারা নিরাপত্তা ইস্যুতে ইউক্রেনের জন্য গ্যারান্টার হতে পারে।

তুরস্ক অচিরেই একটি আলোচনার আয়োজন করতে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এরদোগানের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি এই অঞ্চলে যুদ্ধবিরতি এবং আরও মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

জাতিসংঘ বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন ৩৮ লাখেরও বেশি।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার (২৮ মার্চ) বলেছে যে, গত কিছুদিনে “অধিকৃত ইউক্রেনে রাশিয়ান বাহিনীর আচরণে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি” এবং রুশ বাহিনী গতি ও মনোবলের অভাবের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেছে, দক্ষিণের শহর মারিউপোল, যেখানে রাশিয়া সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছিল, “রাশিয়া বন্দর দখল করার চেষ্টা করায়” এখনো ভারী লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি