ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানিতে রাডার জ্যামিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সক্ষমতা বাড়াতে মার্কিন নৌবাহিনীর ৬টি রাডার-জ্যামিং বিমান জার্মানিতে পাঠাচ্ছে। এ কথা জানিয়েছে পেন্টাগন। 

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, “ইএ-১৮জি গ্রোলার বিমানগুলো ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মোতায়েন করা হচ্ছে না।” 

তিনি বলেন, “পূর্ব দিকে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টার সঙ্গে তাল মিলিয়ে এ সব বিমান মোতায়েন করা হচ্ছে।”

কিরবি বলেন, “বিমানগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল এয়ার স্টেশন হুইডবে থেকে সোমবার জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটিতে পৌঁছাবে।”

তিনি বলেন, “বিমানগুলো এফ/এ-১৮ এর একটি পরিবর্তিত সংস্করণ, এগুলো ইলেকট্রনিক যুদ্ধে বিশেষজ্ঞ, সেন্সর ব্যবহার করে শত্রুর রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।”

পেন্টাগনের মুখপাত্র বলেন, “জার্মানিতে বিমানগুলোর সঙ্গে নৌবাহিনীর ২৪০ জন সদস্য থাকবেন।”

সোমবার প্রকাশিত এক বাজেট প্রস্তাবে জানিয়েছে, হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এবং ন্যাটো সদস্য দেশগুলোকে সহায়তা করতে ৬.৯ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা নিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি