ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘ইউক্রেনে পুরোনো কৌশল ব্যবহার করছে রাশিয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৯ মার্চ ২০২২

ইউক্রেনে সিরিয়া ও চেচনিয়ার মতো একই কৌশল ব্যবহার করছে রাশিয়া, এমনটাই অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মস্কোর ‘যুদ্ধাপরাধেরও’ নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রাশিয়ার আক্রমণের পর বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় ইউক্রেনের পরিস্থিতিকে সিরিয়ার যুদ্ধের সঙ্গেও তুলনা করেছে অ্যামনেস্টি।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি-র সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা সিরিয়ায় আমরা যা দেখেছি তারই পুনরাবৃত্তি।’

রাশিয়ার বিরুদ্ধে মানবিক করিডোরকে ‘মৃত্যুফাঁদে’ পরিণত করারও অভিযোগ করেন মানবাধিকার বিষয়ক খ্যাতনামা এই অ্যাক্টিভিস্ট।

পূর্ব ইউরোপে অ্যামনেস্টির ডিরেক্টর ম্যারি স্ট্রাথার্স প্যারিসে একটি পৃথক ব্রিফিংয়ে জানান, ইউক্রেনের গবেষকরা দেশটিতে ‘সিরিয়া ও চেচনিয়ার মতো একই কৌশল ব্যবহারের’ বিষয়টি নথিভুক্ত করেছেন। এর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারের মতো বিষয়গুলো রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি