ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলে বন্ধুকধারীর গুলিতে পাঁচজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৩০ মার্চ ২০২২

ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্ধুকধারীর গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল উগ্রবাদী ইহুদি অঞ্চলগুলোর মধ্যে একটি বেনি ব্র্যাকে এই ঘটনাটি ঘটেছে।

তেল আবিবের চিকিৎসকরা বলছেন, ‘এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় মারাত্মক হামলা। যাতে ৫ জন পথচারীর মৃত্যু হয়েছে।’

জানা যায়, ঘটনাস্থলে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। বেনেই ব্র্যাক এবং পার্শ্ববর্তী শহর রামাত গানের বাসিন্দারা জানিয়েছেন, সেই বন্ধুকধারী মঙ্গলবার গাড়ি চালানো অবস্থায় চারপাশের পথচারীদের উপর গুলি চালায়।

গত মঙ্গলবার ও রবিবার ইসরায়েলি আরবদের হামলায় ছয়জন নিহত হওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় ছিল। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কালো পোশাকে থাকা বন্দুকধারী তার স্বয়ংক্রিয় অস্ত্র তুলে বিন্দু-শূন্য রেঞ্জে চারপাশে গুলি চালাচ্ছে।

গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা যায়, একজনকে গাড়িতে এবং অন্যদের আশেপাশের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট একটি জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন এবং বুধবার দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকা আহ্বান করেছেন।

তিনি বলেন, “ইসরায়েল আরব সন্ত্রাসবাদের ভংয়করতার সম্মুখীন হচ্ছে। নিরাপত্তা বাহিনী কাজ করছে। আমরা অধ্যবসায়  দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব।”

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এই সহিংসতা অগ্রহণযোগ্য। ইসরায়েলিদের বিশ্বের সকল মানুষের মতো শান্তিতে এবং ভয় ছাড়াই বসবাস করতে সক্ষম হওয়া উচিত।”
সূত্র: বিবিসি
আরএমএ/ এসএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি