ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘স্বামীকে খুন করে আমায় ধর্ষণ করে রুশ সেনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১৭:০৪, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রুশ সেনারা প্রথমে তার স্বামীকে খুন করে। তারপর ছেলের উপস্থিতিতেই তাকে ধর্ষণ করে। রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ইউক্রেনের এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্ত করছে ইউক্রেন প্রশাসন।

মহিলার অভিযোগ, গত ৯ মার্চ রুশ সেনারা জোর করে তার বাড়িতে প্রবেশ করে প্রথমে তার পোষা কুকুরকে গুলি করে মারে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মহিলা বলেন, ‘আমি প্রথমে একটি গুলি চলার আওয়াজ পাই। এর পরই গেট খোলার শব্দ হয় এবং তার পর বাড়ির ভিতরেও পায়ের শব্দ শুনতে পাই।’

এর পর রুশ সেনা তার স্বামীকে হত্যা করে বলে অভিযোগ মহিলার। তিনি বলেন, ‘আমি চিৎকার করে আমার স্বামী কোথায় তা জিজ্ঞেস করি। তার পর আমি আমার স্বামীর নিথর দেহ বাড়ির দরজার সামনে পড়ে থাকতে দেখি। এর পর এক রুশ সেনা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আমার স্বামী নাৎসি এবং সেই কারণেই তাকে খুন করা হয়েছে।’

তিনি জানান, রুশ সেনারা এর পর তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং চিৎকার করলে তাকেও খুন করা হবে বলে হুমকি দেয়। মহিলার অভিযোগ, এর পর তাকে ধর্ষণ করে দুই রুশ সেনা। তখন তার সন্তান পাশের একটি ঘরেই চিৎকার করে কাঁদছিল।

ওই মহিলা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। তিনি বলেন, ‘আমি আমার স্বামীর শেষকৃত্য গ্রামে যেতে পারিনি। কারণ আমাদের গ্রাম এখনও রুশ সেনাদের দখলে রয়েছে।’ সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি