ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১৭:১৯, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ। বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেনীয় দেশটি ছেড়ে পালিয়ে গেছে।

এই শরণার্থীদের মধ্যে ২৩ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত এলাকার দিকে যাত্রা করছে। এর পাশাপাশি আগ্রাসী শক্তিকে প্রতিরোধের লড়াইয়ে নেমে পড়েছে অনেকে।

সংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে বাস্তুচ্যুতির এই মাত্রা নজিরবিহীন।

যারা পালিয়ে গেছে তাদের ৯০ শতাংশ নারী ও শিশু বলেও জানিয়েছে সংস্থাটি। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি