ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়ার সেনা ক্যাম্পে ইউক্রেনের ‘ক্ষেপণাস্ত্র হামলা’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ৩০ মার্চ ২০২২

রাশিয়ায় অবস্থিত একটি রুশ সেনা ক্যাম্পে আঘাত হেনেছে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র। এমনটাই জানানো হয়েছে নিউইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদনে। 

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে পশ্চিম রাশিয়ার বেলগোরোড এলাকায় একটি ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারণা করা হচ্ছে ওই ক্যাম্পটি আসলে রামিয়ার অস্ত্র গুদাম।

ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্থানটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে বেলগোরোড শহরের বাইরে। যেকারণে ইউক্রেন থেকেও ওই বিস্ফোরণের আগুন দেখা গেছে বলে জানানো হয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে। 

রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, চার রুশ সেনা এই ঘটনায় আহত হয়েছেন।

অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

তবে তারা যদি এ হামলা চালিয়ে থাকে তাহলে এটা যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা হবে। প্রথম হামলা ফেব্রুয়ারিতে মিলেরভো বিমানঘাঁটিতে চালানো হয়েছিল বলে ডেইলি মেইল জানিয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি