ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কে হতে পারেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৩১ মার্চ ২০২২ | আপডেট: ১২:২৫, ৩১ মার্চ ২০২২

শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ

Ekushey Television Ltd.

পাকিস্তানে রাজনৈতিক সংকট চলছে। ক্রমাগত স্পষ্ট হচ্ছে যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তবে আস্থা ভোট না হওয়া পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার হবে না।

তবে আস্থা ভোটে হেরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান ইস্তফা দিতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।  এমন গুঞ্জনের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে।

ওই জল্পনা আরো জোরদার হয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির এক ঘোষণায়। বুধবার তিনি জানান, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ।

ঘটনাচক্রে, শাহবাজ হলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

পিপিপি-র চেয়ারম্যান বিলা্ওয়াল সাংবাদিক বৈঠকে জানান, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করতে পিপিপি-র সঙ্গে হাত মিলিয়েছে। এ জন্য এমকিউএম-পি-কে ধন্যবাদও জানিয়েছেন বিলাওয়াল। 

১৯৯৯ সালে পাকিস্তানে যখন সেনা অভ্যুত্থান হয়, শাহবাজ পরিবার নিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। ২০০৭-এ ফের পাকিস্তানে ফিরে আসেন। ওই বছরই তিনি দ্বিতীয় বারের জন্য পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।      

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি