ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শত্রুপক্ষের ভেবে নিজেদের বিমানেই গুলি করল রুশ সেনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৩১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে এক মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলার শুরু থেকেই ইউক্রেন বিপর্যস্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতিও কম নয়। তবে এবারে নিজেদের বিমানে নিজেরাই গুলি করল রুশ সেনারা!

যুক্তরাজ্যের সাইবার-গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়াটার্স বা জিসিএইচকিউ’র তথ্য অনুযায়ী, রুশ সৈন্যরা দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেবেন জিসিএইচকিউ’র পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং। বক্তব্যটি জিসিএইচকিউ’র ওয়েবসাইটে আগেই প্রকাশ করা হয়েছে।

সেখানে তিনি বলেছেন, এটি স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ‘ব্যাপকভাবে ভুল ধারণা’ করেছেন এবং রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কেও ‘অতিরিক্ত অনুমান করেছেন’।

এই বক্তৃতায় ফ্লেমিং আরও বলেছেন, ‘(গত এক মাসে) আমরা দেখেছি, অস্ত্র ও মনোবলের ঘাটতিতে থাকা রাশিয়ার সমারিক বাহিনীর সদস্যরা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ পালন করতে অস্বীকার করছে, তাদের নিজেদের সামরিক সরঞ্জাম নষ্ট করছে এবং এমনকি দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব বিমান গুলি করে ভূপাতিত করেছে।’

জিসিএইচকিউ’র এই পরিচালক আরও বলছেন, পুতিনের উপদেষ্টারা ‘তাকে সত্য বলতে ভয় পান’। একই ধরনের কথা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্যেও উঠে এসেছে। অবশ্য রুশ সেনাদের হাতে নিজেদের যুদ্ধবিমান দুর্ঘটনাক্রমে গুলি করে ভূপাতিত করার বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেছে কি না সেটি বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি