ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পুতিনকে সত্য বলতে ভয় পাচ্ছেন উপদেষ্টারা: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ৩১ মার্চ ২০২২

ইউক্রেনে সামরিক আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভ্রান্ত করছেন তার উপদেষ্টারা। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কর্মকর্তারা। তারা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দুর্বল অবস্থান সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে সঠিক তথ্য দিতে ভয় পাচ্ছেন তার উপদেষ্টারা। 

গত ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক প্রতিরোধে পড়া রুশ বাহিনী দখলে নেওয়া বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। অবরুদ্ধ শহরগুলোতে আটকে রয়েছে হাজার হাজার বেসামরিক।

হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে রাশিয়ান সেনাবাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন পুতিন, এতে পুতিন এবং তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা চলছে।’

এক সংবাদ সম্মেলনে বেডিংফিল্ড বলেন, ‘আমরা বিশ্বাস করি রাশিয়ার সেনাবাহিনীর দুর্বলতা এবং নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতির ক্ষয়ক্ষতি নিয়ে উপদেষ্টারা পুতিনকে ভুল তথ্য দিচ্ছেন। কারণ তার সিনিয়র উপদেষ্টারাও তাকে সত্য বলতে ভয় পাচ্ছেন।’

তিনি দাবি করেন, রাশিয়ার কৌশলগত ভুল ধরিয়ে দিতে এসব তথ্য সামনে আনছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বক্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি