ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গানের মধ্যেই সাপের ছোবল, লুটিয়ে পড়লেন গায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:০৮, ১ এপ্রিল ২০২২

মনসা পালা গান চলতে চলতেই সাপের ছোবলে লুটিয়ে পড়লেন গাইয়ে। ভাসান পালা শেষ হল না গোপাল অধিকারীর (৪১)। পালা গান অর্ধসমাপ্ত রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

পালা গান চলার সময় বিষধর কেউটে গোপাল অধিকারীকে ছোবল মারে বলে জানা গিয়েছে।

গোপালের বাড়ি ভারতের ক্যানিংয়ের থুমকাঠি এলাকায়। এদিন চম্পাহাটি পিয়ালি এলাকায় দর্শকদের আরও বেশি করে মনোরঞ্জন করতে সাপ নিয়ে অভিনয় করে পালা গান গাইছিলেন গোপাল অধিকারী। গান গাওয়ার সময়ই কেউটের ছোবল খান গোপাল। এরপর লুটিয়ে পড়েন আসরের মধ্যেই। 

সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা ক্যানিং এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে ২৫টি এভিএস সহ অন্যান্য ওষুধ দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। কেউটের ছোবল খাওয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গোপাল অধিকারী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী করে এঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

এই ঘটনায় ক্যানিং জেলা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিত্সক সমরেন্দ্রনাথ রায় বলেন, রোগীকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রোগীকে বাঁচানো যায়নি। কয়েক বছর আগেও চম্পাহাটিতে এমনই মনসা পালা গানে সাপ নিয়ে গান গাওয়ার সময় সাপের কামড় খেয়েছিল প্রণব নামে এক গাইয়ে। তবে তিনি চিকিৎসায় বেঁচে গিয়েছিলেন। কিন্তু এবার সেটা হল না। এমন ধরনের কাজ না করাই ভালো। আরও বেশি করে সচেতন হতে হবে মানুষকে। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি