ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাশিয়ার তেলের ডিপোতে হামলা চালালো ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:২৭, ১ এপ্রিল ২০২২

শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার জ্বালানি ডিপোতে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এমনটাই দাবি করল ক্রেমলিন। তেলের ডিপোতে এই হামলা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলে জানিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

তবে হামলার দাবি স্বীকার বা অস্বীকার কিছুই করেননি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র জানান, পুতিনকে ওই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। শহরের জ্বালানি সরবরাহ যেন বিঘ্ন না হয়, সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

শুক্রবার রাশিয়ার বেলগোরদ তেল-ডিপো দাউদাউ করে জ্বলতে থাকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। 

প্রসঙ্গত, রাশিয়ার বেলগোরদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে দাবি করেন, ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার করে ইউক্রেন এ হামলা করে। 

কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানোর অভিযুক্ত করেছে, সেই এমআই-২৪ হেলিকপ্টার রাশিয়াও ব্যবহার করে। 

অল্প উচ্চতা থেকে ওই ডিপোতে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদি ক্রেমলিনের এই দাবি সত্যি হয়, তা হলে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সেনা অভিযান শুরু করার পর এই প্রথম ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ উঠল।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি