ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনাস্থা ভোটের ফল মেনে না নেওয়ার ইঙ্গিত ইমরান খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ০৯:৪৭, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে রোববার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবার কথা রয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, ইমরানের বিরুদ্ধে সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় এরইমধ্যে ফলাফল স্পষ্ট হয়ে গেছে। 

দেশের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পরে সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই রোববার ভোটাভুটির দিন ধার্য হয়েছে। 

জাতীয় পরিষদেন মোট ৩শ’ ৪২ আসনে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১শ’ ৭২ ভোটের প্রয়োজন। সবশেষ হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে আছে ১শ’ ৭৭ ভোট। 

ভোটের ফল যদি বিপক্ষে যায় তবে তা মেনে না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইমরান।

বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিরোধী শিবির তাকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা ভোটের নকশা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

শনিবার নিজ কার্যালয়ে বিদেশি একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইমরান খান।

অনাস্থা ভোটের ফলাফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘‘পুরো প্রক্রিয়াটিই যেখানে কলঙ্কিত সেখানে আমি কীভাবে ওই ফল মেনে নেব? নৈতিক কর্তৃত্বের বলে গণতন্ত্র পরিচালিত হয়-এই চক্রান্তের পর সেই নৈতিক কর্তৃত্ব কী আর অবশিষ্ট থাকে?

‘‘আমাকে উৎখাত করার এই ষড়যন্ত্র পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ” বলে উল্লেখ করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি