ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৩ এপ্রিল ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের কেন্দ্রস্থল স্যাক্রামেন্টোর রেস্তোরাঁ এবং বার বহুল একটি এলাকায় স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

পুলিশের সূত্রে বিবিসি জানায়, বন্দুকের গুলির শব্দ হওয়ার পরে লোকেরা রাস্তায় পালিয়ে যায়। ঘটনার পর পরই সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্যাক্রামেন্টো পুলিশ টুইটারে এক বিবৃতিতে বরাতে দ্য গার্ডিয়ান জানায়, “পুলিশ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ মানুষের সন্ধান করেছেন, যাদের মধ্যে ৬ জন নিহত হয়েছে।”

ঘটনার পর পুলিশ অফিসাররা এলাকাটি বন্ধ করে দিয়েছে। তবে এর পেছনে কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পায়নি।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি