ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনের ১১ শহরের মেয়রকে অপহরণের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৩ এপ্রিল ২০২২

রুশ সেনারা ইউক্রেনের ১১টি শহরের মেয়রকে অপহরণ করেছে, এমনটাই দাবি করলেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। এই শহরগুলি মধ্যে রয়েছে কিয়েভ, খারকিভ, খেরসন, জাপোরিঝজিয়া, মাইকোলাইভ এবং দানেতস্ক।

বিষয়টি নিয়ে তিনি নেটমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। তাতে বলেছেন, ‘আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে আমি বিষয়টি জানিয়েছি। সাধারণ মানুষের মতো শহরের মেয়ররাও নিখোঁজ হয়ে যাচ্ছেন।’ 

ভিডিও বার্তায় কাতর কণ্ঠে তিনি আবেদন জানান, ‘তাঁদের ফিরিয়ে আনতে কিছু করুন।’

তিনি আরও দাবি করেন, কিয়েভের পশ্চিমে মতিজিন গ্রামের প্রধান ওলগা সুখেনকো এবং তার স্বামীকে ‘খুন’ করেছে রুশ সেনা।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ ৩৯ দিনে পড়ল। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী রাশিয়া দাবি করেছে ওডেসার তৈল শোধনাগার তাদের দখলে রয়েছে। খারকিভের গর্ভনর জানিয়েছেন, রাশিয়া উত্তর-পূর্বে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি