ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তত্ত্বাবধায়ক নিয়োগের আগ পর্যন্ত ইমরানই পাকিস্তানের প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:৩৬, ৪ এপ্রিল ২০২২

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পর দেশটিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন ইমরান খান। 

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

যদিও পাকিস্তানের সংবিধানের ২২৪ ধারা অনুযায়ী, এ আদেশ জারির পর পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ১৫ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী জানান, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি টুইটারে লেখেন, ‘মো. ইমরান খান নিয়াজী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবেন।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি