ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৫ এপ্রিল ২০২২

শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এরইমধ্যে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা, তারা প্রেসিডেন্টের পদত্যাগ চান। তবে এই পরিস্থিতিতেও দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার গোটাবায়া তার দলের জ্যেষ্ঠ সদস্যদের এমনটি জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

তবে কোনো দল যদি পার্লামেন্টে ১১৩ আসনের সমর্থন দেখিয়ে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন গোটাবায়া। 

শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো পার্লামেন্টের অধিবেশন আহ্ববান করা হয়েছে।

২২৫ আসনের পার্লামেন্টে কোন দলের পক্ষে ১১৩ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তা নির্ধারণের জন্য এদিন ভোট হবে।

শ্রীলঙ্কার ডেইলি মিররের তথ্য অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ব্যাপক লোডশেডিং নিয়ে ক্ষুব্ধ জনতার ধারাবাহিক প্রতিবাদের মধ্যেই প্রেসিডেন্ট গোটাবায়া সোমবার রাজনৈতিক বৈঠক করেছেন।

গোটাবায়া সব দলকে নতুন সরকারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বিরোধীদলগুলো তা প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্টের এ প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছে তারা।

বর্তমানে ইতিহাসে সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। অর্থনৈতিকভাবে ভুগতে থাকা দেশটিতে খাবার এবং জ্বালানির জন্য আন্দোলন শুরু করেছে সাধারণ নাগরিকরা। আন্দোলন এতোটাই তীব্র আকার ধারণ করেছে যে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারের ২৬ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন।  

শ্রীলঙ্কার গভর্মেন্ট মেডিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) জানিয়েছে, সোমবার তারা ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদির সঙ্কট দেখা দেওয়ার বিষয়ে বৈঠক করে। বৈঠকের পর দেশ জুড়ে স্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ এখন থেকে জরুরি রোগীরা চিকিৎসা সেবা পাবেন।

এর আগে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশ জুড়ে থাকা তাদের সদস্যভুক্ত হাসপাতালগুলোতে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামাদির ঘটতির কথা জানায়। এমনকি হাসপাতালগুলো জরুরী রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে বলেও জানায় তারা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি