ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাশিয়ান রাষ্ট্রদূতকে লিথুনিয়া ত্যাগের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৫ এপ্রিল ২০২২

মস্কো থেকে লিথুনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করার কারণে ভিলনিয়াসে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে লিথুনিয়া ত্যাগ করতে হবে। বাল্টিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

‘ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের জবাবে লিথুনিয়ার সরকার রাশিয়ায় কূটনৈতিক মিশনের মর্যাদা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, “রাশিয়ান রাষ্ট্রদূত লিথুনিয়া ত্যাগ করবেন।”

মন্ত্রী বলেন, “মস্কোয় লিথুনিয়ান রাষ্ট্রদূত অচিরেই লিথুনিয়ায় ফিরবেন।” সরকার ক্লাইপেডায় রাশিয়ান কনস্যুলেট জেনারেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ভিলনিয়াস ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অংশীদারদের বিষয়টি অবহিত করেছে উল্লেখ করে তিনি অংশীদারদেরকে তাদের এই নেতৃত্ব অনুসরণ করার আহবান জানান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি