ইউক্রেনকে অতিরিক্ত ১০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১৬:০৬, ৬ এপ্রিল ২০২২
যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনের কাছে সাঁজোয়াযান বিধ্বংসী অতিরিক্ত ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাবে। খবর এএফপি’র।
এক বিৃতিতে ব্লিনকেন বলেন, আরো ‘সাঁজোয়াযান বিধ্বংসী ব্যবস্থার জন্য ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে কিয়েভকে অতিরিক্ত ১০ কোটি ডলার মূল্যের সামরিক সাহায্য দিতে আমি অনুমোদন দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘বুচা ও ইউক্রেনে রুশ বাহিনীর চালানো নৃশংসতায় বিশ্ব বিস্মিত ও হতভম্ব।’
পৃথক এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, অতিরিক্ত এ তহবিল সাঁজোয়াযান বিধ্বংসী আরো জাভালিন ব্যবস্থার জন্য ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে ব্যবহার করা হবে।
তিনি উল্লেখ করেন, ইউক্রেন তাদের দেশকে রক্ষায় অনেক কার্যকর শোল্ডার-লঞ্চ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
গত ১ এপ্রিল পেন্টাগন ইউক্রেনের সামরিক বাহিনীকে অতিরিক্ত ৩০ কোটি ডলার দেয়ার ঘোষণা দেয়।
এসি
আরও পড়ুন