ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে: ন্যাটো প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৭ এপ্রিল ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।

তিনি বলছেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন নিয়ন্ত্রণে নেয়ার উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়েছেন এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে এ যুদ্ধ দীর্ঘ সময় চলতে পারে।” 

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রাক্কালে স্টলটেনবার্গ এ কথা বলেন।

তিনি বলেছেন, “আমাদের বাস্তবাদী হতে হবে এবং বুঝতে হবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এটি কয়েকমাস এবং কয়েকবছর ধরে চলতে পারে। আর সেই কারণে ইউক্রেনকে সমর্থন, নিষেধাজ্ঞা টিকিয়ে রাখা এবং প্রতিরক্ষা জোরদারসহ আমাদের দীর্ঘ পথ চলার প্রস্তুতি থাকতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি