ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৮ এপ্রিল ২০২২

আলজেরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে নয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভয়াবহ এ বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। জাতীয় টেলিভিশন এ কথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। 

তারা আরো জানায়, এ দুর্ঘটনায় পার্শ্ববতী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেবৌন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পার্শ্ববর্তী সেতিফ শহরের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি