ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে অস্ত্র সরবরাহ: আরো ৫শ’ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বৃহস্পতিবার ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ইউরো (৫৪০ মিলিয়ন ডলার) সরবরাহ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। 

মিশেল এক টুইটে বলেন, “এই প্রস্তাব অনুমোদিত হলে ইউক্রেনের সামরিক সরঞ্জামের জন্য ইতোপূর্বে সরবরাহসহ মোট বরাদ্দ দাঁড়াবে ১৫০ কোটি ইউরো।”

মিশেল নতুন করে অতিরিক্ত বরাদ্দের জন্য ইইউ কূটনৈতিক প্রধান জোসেপ বোরেলকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ইইউ’র ২৭টি দেশের রাষ্ট্রদূত পর্যায়ে এই বরাদ্দ প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

এর আগে ইইউ কিয়েভের জন্য অস্ত্র সরবরাহে ১ বিলিয়ন (১০০ কোটি) ইউরো প্যাকেজ ঘোষণা করে।

বোরেল বুধবার বলেছিলেন, “এটি অনেকের কাছে বিশাল মনে হতে পারে, তবে পুতিন জ্বালানি সরবরাহ করায় আমরা প্রতিদিন তাকে ১ বিলিয়ন ইউরো দেই।”

ইউক্রেনের সহায়তার জন্য এই অর্থ এসেছে সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত ৫শ’ কোটি ইউরোর ইউরোপিয়ান শান্তি তহবিল থেকে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি