ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে ৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে নেপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৮ এপ্রিল ২০২২

নেপালকে ভারতীয় বাজারে অতিরিক্ত ৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করার অনুমতি দিতে সম্মত হয়েছে ভারত।

বুধবার (৬ এপ্রিল) ভারতের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী পামফা ভুসাল জানিয়েছেন, ভারত নেপালকে দেশীয় বাজারে অতিরিক্ত ৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছে।

কিছুদিন আগেই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ভারত সফর করেন। তার ওই সফরের পরেই আগামী দিনের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের অধীনে আরও তিনটি প্রকল্প এবং বেসরকারি খাতে নির্মিত একটি প্রকল্পের অনুমতি দিয়েছে।

নেপাল ভারতের বাজারে ১৪৪ মেগাওয়াটের কালী গান্ধাকি জলবিদ্যুৎ প্রকল্পের ১৪০ মেগাওয়াট, ৬৯ মেগাওয়াট মারস্যংদী জলবিদ্যুৎ প্রকল্পের ৬৭ মেগাওয়াট এবং ৭০ মেগাওয়াট মধ্যমশ্রিয়ান্দি জলবিদ্যুৎ প্রকল্পের ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমতি পেয়েছে।

এছাড়াও ভারত গ্রীন ভেঞ্চার হাইড্রো দ্বারা নির্মিত ৫২ মেগাওয়াট লিখু জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রিরও অনুমতি দিয়েছে। এর আগে ভারত ১৫ মেগাওয়াট দেবীঘাট ও ২৫ মেগাওয়াট ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছিল। সূত্র: এএনআই

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি