ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় একদিনে ১০ হাজার লোক কোভিডে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:০৪, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় নতুন করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে শনিবার ১০ হাজার ১৭৭ জন লোক কোভিডে আক্রান্ত হয়েছেন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ১৭ হাজার ৭০৬ জনে।

সূত্র মতে, নতুন আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৮০ জনে। নতুন করে সুস্থ হয়েছে ১৫ হাজার ১৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪১ লাখ ২৮ হাজার ৯৬৩ জন।

বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৫৩ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ১৯৫ জন ইনটেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন।

মালয়েশিয়ার ৮৪.৪ শতাংশ লোক অন্তত এক ডোজ টিকা এবং ৭৯.৪ শতাংশ লোক টিকার দুটি ডোজ পেয়েছেন। বুস্টার ডোজ পেয়েছেন ৪৮.৭ শতাংশ লোক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি