রাজাপাকসের বিরুদ্ধে প্রতিবাদে এলজিবিটি ও সরকারি কর্মচারীরা
প্রকাশিত : ২০:২১, ১০ এপ্রিল ২০২২
গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া দেশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে দেশটির সরকারি কর্মচারী ও এলজিবিটি সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদে অংশ নিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবাদে অংশ নেওয়া দেশটির পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিসেস ইউনিয়নের সহকারী সেক্রেটারি অনুরুদ্ধ দাসনায়ক বলেন, 'গভীর অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করছি। তাই আমরা সরকারের পদত্যাগ দাবি করছি।'
জনগণের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হওয়ায় সরকারকে নিন্দা জানিয়েছেন এলজিবিটি সম্প্রদায়ের একজন বিক্ষোভকারী। তিনি বলেন, 'আমাদের অধিকাংশই এই সরকারকে ভোট দিয়েছিলো। কারণ, তাদের কাছে অনেক প্রত্যাশা ছিলো। কিন্তু এই সরকার আমাদের মৌলিক ও মানবিক অধিকারটুকুও নিশ্চিত করতে পারেনি।'
কলম্বো গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে- অর্থনৈতিক সঙ্কটের পরে শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হওয়ায় একাধিক দেশ দ্বীপরাষ্ট্রটির জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের দ্বীপ দেশটিতে যাওয়ার বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছ।
এসি
আরও পড়ুন