ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেক্সিকো সিটির কাছে বন্দুক হামলায় নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ১২ এপ্রিল ২০২২

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে সোমবার বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চার শিশু রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানায়, রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলায় ছয় নারী এবং দুই পুরুষ নিহত হন।

তারা জানায়, এ হামলার এবং দুষ্কৃতকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদক বিরোধী বিতর্কিত অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি