ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কের পাতাল রেলে গুলি, আহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১২ এপ্রিল ২০২২ | আপডেট: ২১:১৫, ১২ এপ্রিল ২০২২

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পাতাল রেল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নিউইয়র্কের সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

পুলিশ জানাচ্ছে, স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে।

এই ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। জরুরি সেবা কর্মীরা ১৩ ব্যক্তির আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে।

নিউইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে, তারা প্রথমে খবর পান যে স্টেশনের ভেতর থকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছে পড়ে আছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি