দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৪৫ জনের মৃত্যু
প্রকাশিত : ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২২
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপির।
এক বিবৃতিতে প্রদেশটির সহযোগিতা পরিচালনা বিভাগ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে ৪৫ জনের প্রাণহানি হয়েছে এবং প্রতিবেদন এলে এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধ্বসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।
বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।
প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সেখানে সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
সূত্র: এএফপি
এসএ/
আরও পড়ুন